কবর জিয়ারতের আসল নিয়ম ও দোয়া।
কবর জিয়ারত করা হলে হৃদয় নম্র হয়ে যায়। মৃত্যুর কথা মনে পড়ে। পাপ এবং অন্যায় কাজ থেকে অনুতাপের মনোভাব উৎপন্ন হয়। সততার প্রতি আগ্রহের সৃষ্টি হয়। কবর জিয়ারত করা নবী (সা.)-এর সুন্নত। কবর জিয়ারতের অনুমতি দেওয়ার অন্যতম কারণ হল এটি পরকালকে স্মরণ করে। ইসলামের প্রথম দিনগুলিতে, কবর জিয়ারতের অনুমতি ছিল না। এক হাদীসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তিনি বললেন, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম তোমারা কবরে যেতে, এখন থেকে তোমার কবরে যেতে পারবে। কারণ এটি বিশ্ববাসীকে তার চেতনায় নিয়ে আসে এবং আমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। (সুনান ইবনে মাজাহ, হাদীসঃ ১৫৭১)
সূচীপত্রঃ কবর জিয়ারতের আসল নিয়ম ও দোয়া।
ভূমিকাঃ কবর জিয়ারতের আসল নিয়ম ও দোয়া।
আজকের পোস্টে আপনারা জানতে পারবেন কবর জিয়ারতের আসল নিয়ম ও দোয়া সম্পর্কে। তো যারা কবর জিয়ারতের আসল নিয়ম ও দোয়া সম্পর্কে জানতে চান তাদের জন্য পোস্ট টি অনেক গুরুত্বপূর্ণ। তাই পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন এবং জেনে নিন কবর জিয়ারতের আসল নিয়ম ও দোয়া। চলুন দেরি না করে জেনে নিই কবর জিয়ারতের আসল নিয়ম ও দোয়া সমূহ।
সূরা ফাতেহা ৩ বার ।
সূরায়ে ফাতেহা ঃ
আল্হামদুলিল্লাহির রাব্বিল আলামিন। আর রহমানির রাহিম । মালিক ইয়াও মিদ্দিন। ইয়া কানা বুদুয়া ইয়াকা না’স্তাইন । ইহ্ দিনাছ ছিরাতাল মুস্তাকিম । ছিরাতাল্লাজিনা আন আমতা আলাইহিম গাইরিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ দোয়াল্লিন। আমিন।
সূরায়ে নাস্ ৩ বার ।
সূরায়ে নাস্ ঃ
কুল আউযু বিরাব্বিন নাস্, মালিকিন নাস্, ইলাহিন নাস্। মিন শাররি ওয়াছ ওয়াছিল খান্নাস্। আল্লাজি ইউ ওয়াস্ বিসু ফি সুদুরিন নাস্ মিনাল জিন্নাতি ওয়ান্ নাস্ ।
সূরায়ে ফালাক ৩ বার ।
সূরায়ে ফালাক ঃ
কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা’খালাক, ওয়া মিন শাররি গাছিকিন ইযা ওয়া কাব, ওয়া মিন শাররি হাছিদিন ইযা ওয়া হাছাদ।
সূরা ইখলাছ ৭ বার ।
সূরায়ে ইখলাছ ঃ
কুলহু আল্লাহু আহাদ। আল্লাহুস্ সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ।
আয়াতুল কুরসী ৩ বার ।
আয়াতুল কুরসী ঃ
আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইউল কাইউম। লাতা খুজুহু ছিনাতাও ওয়ালা নাউম। লাহু মাফিস্ সামাওয়াতি, ওয়ামা ফিল আরদি। মান জাল্লাযি ইয়াসফাউ ইন্দাহু ইল্লা বিইজনিহি । ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতুনা বিশাইয়িম। মিন ইলমিহি ইল্লা বিমাশ্যায়া ওয়াসিয়া কুরসিউ হুস্ সামাওয়াতি ওয়ামা ফিল আরদি। ওয়ালা ইয়া উদুহু হিফ জুহুমা ওয়া হুওয়াল আলিউল আযিম।
দরুদ শরীফ ১১ বার
দরুদ শরীফ ঃ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁও ওয়া আলা আলি মুহাম্মদ । কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিঁও ওয়া আলা আলি মুহাম্মদ । কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা। ইন্নাকা হামিদুম মাজিদ।
আস্তাগফিরুল্লাহ ১১ বার
আস্তাগফিরুল্লাহ ঃ
আস্তাগফিরুল্লাহ হাল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইউল কাইউম ওয়া আতুবু ইলাইহি । লা হাওলা ওয়াতা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম ।
এরপর মুনাজাত করবেন।
মুনাজাত ঃ
রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাছিনাতাঁও ওয়াফিল আখিরাতে হাছিনাতাঁও ওয়াকিনা আযা’বান্নার। রাব্বানা যালামনা আনফুছিনা ওয়া ইল্লামতাক ফিরলানা ওয়া তারহাম লানা কুনান্না মিনাল খাছেরিন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া আতুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সোবহানাকা রব্বিল ইযা তাম্মাইছ ছিফুন আছ ছালামুর ছালিন ওয়ার রাহমানির । ওয়া আল্ হামদুলিল্লাহির রাব্বুল আলামিন। আমিন।
( মুনাজাতের ভেতরে আপনার মনের ইচ্ছা মতো আরো অনেক কিছু যুক্ত করতে পারেন ) ।
আমাদের শেষ কথাঃ
কবর জিয়ারতের আসল নিয়ম ও দোয়া। কবর জিয়ারতে কোন কোন দোয়া পড়তে হয়, কোন দোয়া কতবার পড়তে হয় এছাড়া আরো অনেকগুলো বিষয় সম্পর্কে আজকের এই আর্টিকেল আলোচনা করা হয়েছে। আশা করি আপনি উক্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি না জেনে থাকেন তাহলে সম্পূর্ণ আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন ধন্যবাদ।
0 Comments