কম্পিউটার আবিষ্কারের পুর্নাঙ্গ ইতিহাস
প্রিয় পাঠকগণ, আপনারা অনেকেই কম্পিউটার আবিষ্কারের পুর্নাঙ্গ ইতিহাস সম্বন্ধে জানতে চান, তাহলে এই আর্টিকেলটি সম্পুর্ন পড়ে জেনে নিন কম্পিউটার আবিষ্কারের ইতিহাস। আজকে আমরা মে কম্পিউটার দেখি তা এক দিনে আবিষ্কার হয়নি। কম্পিউটার আবিষ্কারের পেছনে রয়েছে এক বিরাট ইতিহাস। বছরের পর বছর ধরে অসংখ্য বিজ্ঞানীদের সফল গবেষণার ফল হলো আজকের এই কম্পিউটার। কোনো নির্দিষ্ট ব্যক্তির একক প্রচেষ্টায় কম্পিউটার তৈরি সম্ভব হয়নি।
সূচি পত্রঃ কম্পিউটার আবিষ্কারের ইতিহাস ।
- ভূমিকাঃ কম্পিউটার আবিষ্কারের ইতিহাস ।
- অ্যাবাকাসঃ
- নেপিয়ার রডঃ
- প্যাসকেলাইনঃ
- ডিফারেন্স ও অ্যানালিটিক্যাল ইঞ্জিনঃ
- শেষ কথাঃ
ভূমিকাঃকম্পিউটার আবিষ্কারের ইতিহাস ।
গণনা করা প্রাগৈতিহাসিক যুগে মানুষের কাছে খুবই জটিল ছিল। ধারণা করা হয়, গণনা করার সমস্যা সমাধানের জন্যই আজকের কম্পিউটার তৈরি সম্ভব হয়েছে। প্রথম দিকে মানুষ নুড়ি, কড়ি, পাথর, ঝিনুক, দড়ির গিট ইত্যাদির মাধ্যমে গণনার কাজ করত। চলুন তাহলে জেনে নেওয়া যাক কম্পিউটার আবিষ্কারের সম্পূর্ণ ইতিহাস।
অ্যাবাকাসঃ
নেপিয়ার রডঃ
অ্যাবাকাসের পর স্কটল্যান্ডের গণিতবিদ ১৬০৯ খ্রিষ্টাব্দে জীবের হাড় ব্যবহার করে গুন করার জন্য "নেপিয়ার রড" নামে হস্ত চালিত একটি গণনাকারী যন্ত্র আবিষ্কার করেন।
"অ্যাবাকাস". ও " নেপিয়ার রড" এর পর মে যন্ত্রটি কম্পিউটার তৈরির সফলতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায় তার নাম ”প্যাসকেলাইন” । ব্লেইজ প্যাসক্যাল নামে একজন ফরাসি দার্শনিক ও গণিতবিদ ১৬৪২ সালে "প্যাসকেলাইন" নামে একটি ডিজিটাল ক্যালকুলেটিং মেশিন আবিষ্কার করেন। যন্ত্রটিতে তিনি দাঁতযুক্ত চাকার সাহায্যে যোগ ও বিয়োগ করার ব্যবস্থা করেন।
ডিফারেন্স ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন ঃ
বর্তমান আধুনিক কম্পিউটার আবিষ্কারের পেছনে যার ভূমিকা সবচেয়ে বেশি তার নাম " চার্লস ব্যাবেজ" । কম্পিউটার আবিষ্কারের পেছনে অসাধারণ কৃতিত্বের জন্য তাঁকে কম্পিউটারের জনক বলা হয়। তিনি ছিলেন একজন ইংরেজ গণিতবিদ। তিনি ইংল্যান্ডের ক্যামিব্রজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ছিলেন। গণিতের টেবিলে গণনা কাজে সহায়তার জন্য ১৮২২ সালে তিনি ডিফারেন্স ইন্জিন এবং ১৮৩০-১৮৩৪ সালে "অ্যানালিটিক্যাল ইঞ্জিন" নামে আরও এক উন্নত যন্ত্র তৈরির পরিকল্পনা করেন। তার অ্যানালিটিক্যাল ইঞ্জিনে আধুনিক যুগের কম্পিউটারের সাথে অনেক মিল ছিল। কিন্তু দুঃখের বিষয় তিনি দুটি যন্ত্রের একটির কাজও শেষ করে মেতে পারেননি।
0 Comments