ভোটার স্থানান্তর বা ভোটার পরিবর্তন করার নিয়মাবলী।

ভোটার স্থানান্তর বা ভোটার পরিবর্তন করার নিয়মাবলী।

আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ভোটার স্থানান্তর বা ভোটার  পরিবর্তন করার প্রয়োজন হয়, কিন্তু কিভাবে করবেন বুজতে পারছেন না তাইতো, যেতাহলে আমাদের এই  পোষ্টটি আপনাদের জন্য। চলুন তাহলে আমরা দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে নিজের ভোট নিজেই‌ স্থানান্তর বা পরিবর্তন করবেন ।

সূচিপত্রঃ ভোটার স্থানান্তর বা পরিবর্তন করার নিয়মাবলী।

  • ভূমিকাঃ ভোটার স্থানান্তর বা ভোটার পরিবর্তন করার নিয়মাবলী।
  • প্রাথমিক তথ্যাবলী বা আবেদন ফরম পুরন ।
  • আবেদনকারীর ভোটার আই ডি কার্ডের ফটোকপি।
  • যে এলাকায় স্থানান্তর হবেন সেই এলাকার নাগরিকত্ব সনদ।
  • যে এলাকায় স্থানান্তর হবেন সেই এলাকার পরিচয় পত্র।
  • পৌর কর / ট্যাক্স পরিশোধের রশিদ ।
  • বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/বাড়ি ভাড়ার প্রমাণপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম।
  • আমাদের শেষ কথাঃ 


প্রাথমিক তথ্যাবলী ফরম বা আবেদন পত্র। 
আপনি বর্তমানে যে এলাকায়  বসবাস করছেন সেই এলাকার ওয়ার্ড মেম্বার/ওয়ার্ড কমিশনার অফিস  থেকে ফরম  নিয়ে তা  পুরন করে আবেদনের সাথে জমা দিতে হবে।

আবেদনকারীর ভোটার আই ডি কার্ডের ফটোকপি।

আপনি পূর্বে যে এলাকার ভোটার ছিলেন বা আপনার যে  ভোটার আই ডি কার্ড  আছে সেই ভোটার আই ডি কার্ডের ফটো কপি  আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।

যে এলাকায় স্থানান্তর হবেন সেই এলাকার নাগরিকত্ব সনদ।

আপনি বর্তমানে যে ওয়ার্ডের / ইউনিয়নের ভোটার হবেন সেই এলাকার নাগরিকত্ব সনদ  সংস্লিষ্ট ওয়ার্ডের / ইউনিয়নের অফিস হইতে সংগ্রহ করিয়া আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।

যে এলাকায় স্থানান্তর হবেন সেই এলাকার পরিচয় পত্র।

আপনি বর্তমানে যে ওয়ার্ডের / ইউনিয়নের ভোটার হবেন সেই এলাকার পরিচয় পত্র  সংস্লিষ্ট ওয়ার্ডের / ইউনিয়নের অফিস হইতে সংগ্রহ করিয়া আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।

পৌর কর / ট্যাক্স পরিশোধের  রশিদ ।

আপনি বর্তমানে যে ওয়ার্ডের / ইউনিয়নের ভোটার হবেন সেই এলাকার সিটি কর্পোরেশনের পৌর কর পরিশোধ রশিদ / ইউনিয়ন পরিষদের টেক্স এর রশিদ আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।

বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/বাড়ি ভাড়ার প্রমাণপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম।

আপনি বর্তমানে যে ওয়ার্ডের ইউনিয়নের ভোটার হবেন সেই এলাকার বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/বাড়ি ভাড়ার প্রমাণপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম পুরন করে আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।

ভোটার স্থানান্তরের বা জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা পরিবর্তনের জন্য করণীয়— নির্বাচন কমিশনের ফরম-১৩ পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। 

আমাদের শেষ কথাঃ 

প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলে  ভোটার স্থানান্তর বা ভোটার পরিবর্তন  করার নিয়মাবলী  সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি আপনার ভোটার স্থানান্তর ব ভোটার পরিবর্তন করতে চান  তাহলে অবশ্যই উপরোক্ত নিয়মগুলো মেনে আবেদন করুন। আশা করি আপনিও বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ধন্যবাদ। 



Post a Comment

0 Comments