কীবোর্ড কি? এ সম্পর্কে জানতে চান? তাহলে সঠিক জায়গায় এসেছেন। আজকের এই আর্টিকেলে আমরা কীবোর্ড কি? এ বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এছাড়া কী-বোর্ডের কন্ট্রোল কী কয়টি এই বিষয় সর্ম্পকে আপনাদের জানাবো। আপনারা যারা কীবোর্ড কি? এই বিষয় সর্ম্পকে জানতে চান তারা মনোযোগসহকারে আমাদের এ আর্টিকেল পড়ে নিন।
আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে কীবোর্ড কি? এই বিষয় সর্ম্পকে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কীবোর্ড কি? এ সম্পর্কে আলোচনা শুরু করা যাক।
কনটেন্ট সূচিপত্রঃ কীবোর্ড কি - কী-বোর্ডের কন্ট্রোল কী কয়টি
- ভূমিকা
- কীবোর্ড কি
- কী-বোর্ডের কন্ট্রোল কী কয়টি
- কীবোর্ড এর কয়টি অংশ
- কীবোর্ড কি ধরনের ডিভাইস
- কীবোর্ড কয়টি কী থাকে
- কী বোর্ড এর ছবি
- উপসংহার
কীবোর্ড কি - কী-বোর্ডের কন্ট্রোল কী কয়টিঃ ভূমিকা
প্রিয় বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমরা কীবোর্ড কি? এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা যারা কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করি তারা সকলেই কীবোর্ড সম্পর্কে জানি। এবং যারা কম্পিউটার ব্যবহার করতে পারি না তারাও কীবোর্ড সম্পর্কে হালকা পাতলা ধারণা রাখি। কিন্তু অনেক সময় আমাদের পড়ালেখার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কীবোর্ড কি? এ ধরনের প্রশ্ন চলে আসে আজকেরে আর্টিকেলে আমরা কী-বোর্ডের কন্ট্রোল কি কয়টি? কী বোর্ড এর কাজ কি? কীবোর্ড এর অংশ কয়টি? এছাড়া আরো অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করব।
কীবোর্ড কি - কী বোর্ড এর কাজ
কীবোর্ড কি? এ সম্পর্কে যদি আপনি বিস্তারিতভাবে জানতে চান তাহলে আপনাকে সম্পূর্ণ আতিকের মনোযোগ সহকারে পড়তে হবে। আজকের এই আর্টিকেলটি শুধু কিবোর্ড নিয়ে আলোচনা করা হবে। এখন আমরা কী বোর্ড এর কাজ কি? এ বিষয় সম্পর্কে জানব। তো চলুন কী বোর্ড এর কাজ কি? তা জেনে নেওয়া যাক।
আরো পড়ুনঃ ছেলেদের কিভাবে প্রপোজ করতে হয়
আমরা যখন কম্পিউটারকে টেক্সট বা কমান্ড লিখে কম্পিউটারের ইনপুট দিয়ে থাকি তখন যে ডিভাইস টি ব্যবহার করে থাকে তাকে কি বলে। কম্পিউটারে সবথেকে বেশি ব্যবহৃত একটি ডিভাইস কিবোর্ড। যেখানে আমরা আলাদা আলাদা কী এর মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন রকম ইনপুট প্রদান করে থাকি।
কিবোর্ড এর কাজ হল কম্পিউটারে টেক্সট লিখে ইনপুট দেওয়া হয়। কিবোর্ড এর উদ্দেশ্য এবং কাজ হলো কোন কিছু লেখা বা টাইপ করা। কম্পিউটারে কোন জিনিস লেখার জন্য আমাদের কিবোর্ড ব্যবহার করতে হয়। কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। এবং প্রচুর পরিমাণে ব্যবহৃত একটি ডিভাইস।
কী-বোর্ডের কন্ট্রোল কী কয়টি
এখন আমরা অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কী-বোর্ডের কন্ট্রোল কী কয়টি? এই বিষয় সম্পর্কে জানব। কারণ অনেক সময় আমাদের এই ধরনের প্রশ্ন করা হয় যা আমরা উত্তর দিতে পারিনা। আপনাকে যদি কেউ প্রশ্ন করে কী-বোর্ডের কন্ট্রোল কী কয়টি? তাহলে আপনি কি উত্তর দিবেন? আমাদের এই আর্টিকেল থেকে কী-বোর্ডের কন্ট্রোল কী কয়টি? এ বিষয় সম্পর্কে জেনে নিন।
কন্ট্রোল কি হলো কীবোর্ড এ ব্যবহৃত অন্যতম একটি কী। ব্যবহারকারীকে অন্যান্য কীগুলোর সাথে এটিকে একসাথে চাপতে হয় এটি করার মাধ্যমে নির্দিষ্ট কমান্ড এবং বিভিন্ন কাজ সঞ্চালিত হয়ে থাকে। সাধারণত কন্ট্রোল কি কমান্ড এর শর্টকাট হিসেবে ব্যবহার করা হয়। কীবোর্ডে কন্ট্রোল কী হলো দুইটি।
কীবোর্ড এর কয়টি অংশ
প্রিয় বন্ধুরা আমরা এখন জানবো কীবোর্ড এর কয়টি অংশ আছে সে সম্পর্কে। কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিবোর্ড ব্যবহার করে থাকি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। অনেকে আছে যারা কীবোর্ড এর কয়টি অংশ রয়েছে সে সম্পর্কে জানেনা। জেনে নেওয়া যাক কীবোর্ড এর কয়টি অংশ রয়েছে।
সাধারণত একটি কীবোর্ড এ মোট ১০৪ টি কী থাকে। এবং এই সংখ্যা উৎপাদনকারী কোম্পানি এবং অপারেটিং সিস্টেমের ওপর নির্ভর করে কমবেশি হতে পারে। কীবোর্ড কে ৬ টি ভাগে বিভক্ত করা হয় সেগুলো নিচে দেওয়া হল।
- ফাংশন কী
- টাইপিং কী
- কন্ট্রোল কী
- ন্যাভিগেশন কী
- নির্দেশক লাইট
- সাংখ্যিক কীপ্যাড
কীবোর্ড কি ধরনের ডিভাইস
প্রিয় বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমরা ইতিমধ্যেই কীবোর্ড কি? এছাড়া কী-বোর্ডের কন্ট্রোল কী কয়টি? এ বিষয়ে সম্পর্কে আলোচনা করে এসেছি এখন আমরা কীবোর্ড কি ধরনের ডিভাইস এ সম্পর্কে জানব। আপনি যদি না জেনে থাকেন কীবোর্ড কি ধরনের ডিভাইস? তাহলে কীবোর্ড কি ধরনের ডিভাইস তা আপনার জন্য উল্লেখ করা হলো।
আরো পড়ুনঃ ছাগলের সর্দি কাশির চিকিৎসা - সর্দি কাশির ট্যাবলেট এর নাম
কীবোর্ড কম্পিউটারে ব্যবহৃত একটি ডিভাইস। কীবোর্ড একটি ইনপুট ডিভাইস। কারণ কীবোর্ড থেকে আমরা তথ্য অর্থাৎ কমান্ড কম্পিউটার ভিতরে প্রদান করে থাকি এবং সেই কমান্ড আমরা মনিটরের সাহায্যে দেখে থাকি তাই কীবোর্ড একটি ইনপুট ডিভাইস।
কীবোর্ড কয়টি কী থাকে
কীবোর্ড কয়টি কী থাকে? এ সম্পর্কে আমরা অনেকেই ধারণা রাখিনা। আপনারা যারা কীবোর্ড কয়টি কী থাকে এ বিষয়ে জানেন না তাদের জন্য আজকের এই আর্টিকেলটি খুবই উপকারী হবে। কারণ আমরা ইতিমধ্যে কীবোর্ড কি? সম্পর্কে অনেক গুলো আলোচনা করে এসেছি এখন আমরা কীবোর্ড কয়টি কী থাকে? এই বিষয় সর্ম্পকে বিস্তারিত আলোচনা করব।
কী-বোর্ডে ৮৪ টি থেকে ১০১ টি কি থাকে আবার কোন কোন কিবোর্ডে ১০৪ টি কী থাকতে পারে। কোন কীবোর্ড এ কতটি কী থাকবে তার নির্ভর করে সেই কিবোর্ড কোম্পানি এবং প্রোগ্রামিং সফটওয়্যার এর উপর। কীবোর্ডের ব্যবহারের উপর ভিত্তি করে কীবোর্ড কে ৫ ভাগে ভাগ করা হয়।
ফাংশন কী - কিবোর্ডের সবার উপরের দিকে বাম পাশে F1 থেকে F12 পর্যন্ত যে কী গুলো থাকে সেগুলো কে ফাংশন কী বলা হয়।
অ্যারো কী - কিবোর্ডের ডান দিক থেকে নিচে চারটি কী রয়েছে। যেগুলোর সাহায্যে খুব সহজেই উপরে নিচে ডান এবং বাম লেখাগুলো যাই।
আলফাবেটিক কী - কিবোর্ডের যে অংশ ইংরেজি ২৬ টি বর্ণমালা দিয়ে সাজানো হয়েছে সেটি কি আলফাবেটিক কি বলা হয়।
লজিক্যাল কী - কিবোর্ডের ডানদিকে ০ - ৯ পর্যন্ত সংখ্যা লেখা রয়েছে সেগুলোকেই নিউমেরিক কী বলা হয় এবং যোগ বিয়োগ গুন ভাগ প্রভূতি কি দিয়ে সম্পাদন করা হয় সেগুলো কে লজিক্যাল কী বলা হয়
বিশেষ কী - ল্যাপটপের কিছু বিশেষ কি রয়েছে যেগুলোর সাহায্যে খুব সহজেই বিভিন্ন রকম কাজ সম্পাদন করা যায় যেমন সিফট, কন্ট্রোল, Alt, Enter, Delete ইত্যাদি।
কী বোর্ড এর ছবি
প্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যেই কীবোর্ড কি? এছাড়া আরো অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করে এসেছি। এখন আমরা কী বোর্ড এর ছবি দেখব। আপনারা যারা কী বোর্ড এর ছবি দেখতে চান তারা অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ে নিন। আপনাদের জন্য নিচে কী বোর্ড এর ছবি উল্লেখ করা হলো।
আরো পড়ুনঃ মনিটর প্রোগ্রাম কী - মনিটর প্রোগ্রামের কাজ কী
কীবোর্ড কি - কী-বোর্ডের কন্ট্রোল কী কয়টিঃ উপসংহার
কীবোর্ড কি? কী-বোর্ডের কন্ট্রোল কী কয়টি? কী বোর্ড এর ছবি, কীবোর্ড সম্পর্কে আরো অনেকগুলো বিষয় আজকের এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা আশাকরি আপনারাও বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ।২০৮৭৬
0 Comments